প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

লোহাগড়া সরকারী আদর্শ কলেজে প্রথমবারে মতো জাঁকজমকপূর্ণ আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ লোহাগড়া সরকারি আদর্শ কলেজ আয়োজিত পিঠা উৎসবের শুভ উদ্ভোদন করেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জনাব কামরুন নাহার লিনা। এ সময়ে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব অনিমেষ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, কলেজের সকল বিভাগীয় প্রধান, কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা,কর্মচারি,শিক্ষার্থী সহ আমন্ত্রিত সকল ব্যাক্তিবর্গরা। পিঠাইযে বাঙালির ঐতিহ্য, শখ,তা আবারও প্রমান হলো লোহাগড়া সরকারি আদর্শ কলেজের পিঠা উৎসব দেখে। পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অসংখ্য মানুষের ঢল পড়েছিল। যা চোখে দেখার মতো জাঁকজমকপূর্ণ। এ-ই পিঠা উৎসব বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখবে এবং তরুণ প্রজন্মেকে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে সহায়তা করবে। বর্তমানে প্রায় কম সঙ্খক মানুষই আছেন যারা পিঠা পছন্দ করেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান বাঙালির ঐতিহ্য টিকিয়ে রাখতে আগামীতেও আরও বড়ো পরিসরে লোহাগড়া কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। মোট বারটি স্টলই বিভিন্ন নামে সজ্জিত ছিল। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, কুটুমবাড়ি, নকশীকাঁথা, পিঠাবাড়ি, ময়ূরাক্ষী, পিঠাপুলি, এসো পিঠা খাই, বসন্ত পিঠা কুঠির, পিঠা আলাপ, পিঠাঘর ইত্যাদি। স্টল গুলোতে নকশী পিঠা,ভাপা পিঠা,পাটি সাপটা,রস পাকান,নারকেল পিঠা সহ প্রায় ৩৫ রকমের পিঠার দেখা মিলেছে। যাদের মধ্যে অনন্য নজির কেঁড়েছে “জামাই বশিকরন পিঠা”। মেলায় পিঠার মূল্য ছিলো খুবই কম। প্রতি পিস পিঠা ০৫ টাকা থেকে সর্বচ্চ ৫০ টাকায় পাওয়া গেছে। এমন উৎসব আয়োজন করায় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ম্যাম সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা এমন উৎসব পালন করতে পেরে অত্যান্ত আনন্দিত ও গর্বিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন