মোঃ ইউসুফ আলী , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
12 ফেব্রুয়ারী সোমবার বীরগঞ্জ উপজেলা এনজিও কর্মতৎপরতা সম্পর্কিত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) জনাব রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওর্য়াল্ড ভিশন সংস্থা তাদের কার্যক্রমের বিস্তারিত প্রেজেন্টেশন করেন। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস বলেন সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে এনজিও সমূহ তাদের নিজ নিজ জয়াগা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, আগামী দিনে বীরগঞ্জ উপজেলাকে শতভাগ বাল্যবিবাহ মুক্ত করতে এনজিও,জনপ্রতিনিধি ও প্রশাসন সহ সকলে একযোগে আরো জোরালোভাবে কাজ করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে তিনি ওর্য়াল্ডভিশন সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল, ওর্য়াল্ড ভিশন, ব্র্যাক,আশা, কারিতাস, জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস), বেইস মিতালী, সিনজেন্টা ফাউন্ডেশন, মানবকল্যাণ পরিষদ, পল্লীশ্রী, দ্বিপশীখা, গুডনেইবার,গ্রামবিকাশ, ইএসডিও, কনর্সান ওয়ার্ল্ড ওয়াইড, মুসলিম এইড বাংলাদেশ এমএসএস, টিএমএসএস, সিডিএ, বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসার্ন্স, হোমঅবপিস, উত্তরবঙ্গ শিশুউন্নয়ন প্রকল্প,টিএলএমআই সহ প্রায় ছত্রিশটি এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।