মোঃ মুকুল হোসেন: বর্তমান সময়ে ব্যস্ত জীবনে দৌড়াতে দৌড়াতে কখনও যদি একটু সময় মেলে, তখন একজন অপরজনকে মনে করি। এতে দুজনের কারও-ই কোন অভিযোগ নেই। বন্ধু যদি অপারগতা না বোঝে, তবে আর বুঝবে কে !
গতকালকে হঠাৎ-ই ও আমাকে ফোন করে বললো অনেক দিন তোমার সাথে আমার দেখা নাই , আমার সাথে দেখা করতে ইচ্ছে হয়েছে। দু’জনের সময় মিলিয়ে আজ দেখা করলাম। পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করলাম কিছুক্ষণ। কিছুক্ষণ এখনকার নিজেদের নিয়ে, কিছুক্ষণ অন্য বন্ধুদের নিয়ে বলতে বলতে চায়ের কাপে চুমুক।
খুব দ্রুতই সময় ফুরলো।
একজন অপরজনের কাছ থেকে বিদায় নিলাম।
কে জানে আবার কবে বন্ধুর সাথে দেখা হবে?
আমার সকল বন্ধু গুলোর জন্য সবসময় অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল।