প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

অনেকদিন পর আজ আমার এক বন্ধুর সাথে দেখা

মোঃ মুকুল হোসেন: বর্তমান সময়ে ব্যস্ত জীবনে দৌড়াতে দৌড়াতে কখনও যদি একটু সময় মেলে, তখন একজন অপরজনকে মনে করি। এতে দুজনের কারও-ই কোন অভিযোগ নেই। বন্ধু যদি অপারগতা না বোঝে, তবে আর বুঝবে কে !

গতকালকে হঠাৎ-ই ও আমাকে ফোন করে বললো অনেক দিন তোমার সাথে আমার দেখা নাই , আমার সাথে দেখা করতে ইচ্ছে হয়েছে। দু’জনের সময় মিলিয়ে আজ দেখা করলাম। পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করলাম কিছুক্ষণ। কিছুক্ষণ এখনকার নিজেদের নিয়ে, কিছুক্ষণ অন্য বন্ধুদের নিয়ে বলতে বলতে চায়ের কাপে চুমুক।

খুব দ্রুতই সময় ফুরলো।

একজন অপরজনের কাছ থেকে বিদায় নিলাম।

কে জানে আবার কবে বন্ধুর সাথে দেখা হবে?

আমার সকল বন্ধু গুলোর জন্য সবসময় অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন