প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আরএমপিতে শুরু হলো “বিট পুলিশিং পক্ষ” উদযাপন

মোঃ আফতাবুল আলম,রাজশাহী জেলা প্রতিনিধি: আরএমপি’র সেবা জনগণের নিকট পৌঁছে দিতে এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আরএমপিতে শুরু হলো “বিট পুলিশিং পক্ষ” উদযাপন।

আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ থেকে আরএমপি’র ১২ টি থানায় ৭৮ টি বিটে একযোগে বিট পুলিশিং সেবা জনগণের নিকট পৌঁছে দিতে  ও সেবার কার্যক্রমকে গতিশীল এবং কার্যকর করতে “বিট পুলিশিং পক্ষ” উদযাপন করছে আরএমপি।

পুলিশ কমিশনার বলেন, বিট পুলিশিং পক্ষ উদযাপন উপলক্ষ্যে প্রত্যেক বিট অফিসাররা তাদের নিজ নিজ বিট এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করবে এবং মাদক, জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে ইভটিজিং, মাদক ও উগ্রবাদের কুফল নিয়ে মতবিনিময় সভা করবে।

আরএমপি’র ১২ থানায় ৭৮ টি বিট রয়েছে। প্রতি বিটের নেতৃত্বে আছেন একজন উপ-পরিদর্শক। তাঁর সঙ্গে একজন সহকারী উপ-পরিদর্শক আরও দুই থেকে তিনজন কনস্টেবল কাজ করেন। তাঁরা নিজ এলাকার যাবতীয় তথ্য সংগ্রহ (হালনাগাদ) করেন।

পুলিশকে কিভাবে অধিকতর জনমুখী এবং জনবান্ধব হিসেবে গড়ে তোলা যায়, পুলিশের কার্যক্রম কীভাবে আরও গতিশীল করা যায় তারই একটি সমন্বিত প্রয়াস হলো বিট পুলিশিং কার্যক্রম। সেবা নিতে জনগণকে আর পুলিশের কাছে যেতে হবে না, বরং পুলিশই জনগণের কাছে পৌঁছে যাবে সেবা নিয়ে- বিট পুলিশিংয়ের সূচনা হয় এই মূলমন্ত্রকে ধারণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন