প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

হাড়িয়া রশিদ পীর সাহেবের ৩৬ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ মির্জাপুর হাড়িয়া গ্রামের রশিদ পীর সাহেবের ৩৬ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

১১ই ফেব্রুয়ারি ২০২৪ ইং রবিবার ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে পীর সাহেবের বক্তগন সকাল থেকে আনন্দ উৎসবের মাধ্যমে গান বাজনার নাচের তালে পীর সাহেবের দরবারে আসা শুরু করে । সন্ধ্যার পর তবারক বিতরণ করা হয়। রাতে বাংলাদেশের সুনামধন্য দুজন বাউল শিল্পী জনাব ছোট শাহ আলম সরকার ও কাঙ্গালিনী রেশমা গান পরিবেশন করেন । জনাব মোহাম্মদ আলী পীর সাহেবের সভাপতিত্বে বাউল গানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মোমেন সহ সভাপতি টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ । আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ সরকার ৬ নং ওয়ার্ড মেম্বার ভাওড়া ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ কোহিনুর রহমান ও মোহাম্মদ শরীফ পীর সাহেব । মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখা সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন এলাকা থেকে আগত জনাব রশিদ পীর সাহেবের ভক্তবৃন্দ বাউল গানের শ্রোতামন্ডলী এবং হাড়িয়া গ্রামবাসী ।
বাউল গানের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান সহকারী প্রধান শিক্ষক হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয় । মির্জাপুর ,টাঙ্গাইল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন