প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মোকামতলা মডেল প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম: নিজস্ব প্রতিনিধি (বগুড়া)

প্রেস বিজ্ঞপ্তি:
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে মোকামতলা ভাইভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের নিজেস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান। সভায় প্রেসক্লাবের সদস্যদের মান উন্নয়ন ও সংগঠন গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়৷ এসময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, কোষাধ্যক্ষ ওয়াসিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, নির্বাহী সদস্য সাবিত হোসেন ও রায়হান আলী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন