প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২(বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ আজ ১১/০২/২০২৪খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা চান্দিনা থানাধীন কাশিপুর সাকিনস্থ পশ্চিম পাড়া মোঃ খলিল এর বসত ঘর হতে ৫২(বায়ান্ন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী

মোঃ রনি(২৪), পিতা-মোঃ খলিল মাতা-জোসনা বেগম গ্রাম-কাশিমপুর পশ্চিম পাড়া খলিলের বাড়ী মাধাইয়া ইউপি, থানা-চান্দিনা জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় চান্দিনা থানায় এজাহার দায়ের করলে চান্দিনা থানার মামলা নং-০৮, তারিখ- ১১/০২/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন