প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মৌনতা মেডিকেলে ভর্তির চান্স পেয়েছে

মোঃ মিনারুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি, বগুড়াঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়ার গাবতলী শাখার সাবেক ব্যবস্থাপক বর্তমান উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আলহাজ্ব মাহমুদুল হাসান (মহসিন) এর একমাত্র কন্যা মাইশা ফারজানা মৌনতা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। মৌনতা ০৯ফেব্রুয়ারী/২৪ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিলে ১১ফেব্রুয়ারী/২৪ ফলাফল ঘোষণা করা হলে এই মেধাবী শিক্ষার্থী চান্স পায়। এমবিবিএস ডাক্তার হতে এখন তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। মেধাবী শিক্ষার্থী মৌনতা ও তার পিতা-মাতা এবং পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন