প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মৌনতা মেডিকেলে ভর্তির চান্স পেয়েছে

মোঃ মিনারুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি, বগুড়াঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়ার গাবতলী শাখার সাবেক ব্যবস্থাপক বর্তমান উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আলহাজ্ব মাহমুদুল হাসান (মহসিন) এর একমাত্র কন্যা মাইশা ফারজানা মৌনতা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। মৌনতা ০৯ফেব্রুয়ারী/২৪ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিলে ১১ফেব্রুয়ারী/২৪ ফলাফল ঘোষণা করা হলে এই মেধাবী শিক্ষার্থী চান্স পায়। এমবিবিএস ডাক্তার হতে এখন তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। মেধাবী শিক্ষার্থী মৌনতা ও তার পিতা-মাতা এবং পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন