প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কাভার ভ্যান ও সিএনজি সংঘর্ষে চালক সহ -৫ জন নিহত

সালমা আক্তার দাউদ কান্দি কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে কাভার ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার সকালে মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় কাভার ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ জন নিহত হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোজাম্মেল হক।

নিহতরা হলেন পিযুজ মন্ডল ( ২৮) কালাঘোনা দক্ষিন নগর এলাকার মৃত চিত্ররঞ্জন মন্ডলের ছেলে। জাহানারা বেগম (৫৫) আনুয়া খোলা এলাকার মৃত শরাফত উল্লাহ স্ত্রী। মো: শফি উল্লাহ আনুয়া খোলা এলাকার মৃত শরাফত এলাকার ছেলে। মনির মিয়া (৩৫) দাউদকান্দি দক্ষিন নগর এলাকার রুহুল আমিনের ছেলে।
ইসমাইল মিয়া (৩৮) দাউদকান্দি ধরজখোলা এলাকা ওহিদ মিয়ার ছেলে।
এই বিষয়ে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনায় কবলিত সিএনজি ও কাভার্ড ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন