প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

এশিয়ান টিভি সাংবাদিক ওপর হামলা

শংকর ঋষি,শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় এশিয়ান টিভি ও দৈনিক আজকের পএিকার শাল্লা উপজেলা প্রতিনিধি বিপ্লব রায়ের উপর অর্তকিত ভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।হামলার শিকার বিপ্লব রায় ১০ ই ফেব্রুয়ারী শনিবার রাত ১১ টায় উপজেলা সদরে তার নিজ ব্যবসা প্রতিষ্টান বিপ্র মেডিক্যাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে মোটরসাইকেল যোগে তার বাড়ি আনন্দপুর যাওয়ার পথে ঘুঙ্গিয়ারগাঁও ব্রীজের নিচে ৪ জন সন্ত্রাসী মোটরসাইকেল অবরুদ্ধ করে তার উপর অর্তকিত হামলা করে। তার কাছে থাকা নগদ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ কে ফোন দিলে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় শাল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ব্যাপারে হামলা শিকার বিপ্লব রায় এর সাথে কথা হলে তিনি জানান আঙ্গাউড়া গ্রামের হৃদয় দাস বিগত কয়েক বছর আগে চোলাই মদ সহ পুলিশ হাতে আটক হয়।তার আটক হওয়া নিউজ করায় আমার উপর ক্ষীপ্ত হয়ে হৃদয় দাস তার তিন বন্ধু কে নিয়ে এই হামলা করেছে আমি থাকে আসামি করে থানায় একটা অভিযোগ করেছি।

এই বিষয়ে শাল্লা থানার সেকেন্ড অফিসার যীশু দত্ত সাথে কথা হলে তিনি জানান আমরা সাংবাদিক বিপ্লব রায় এর উপর হামলার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নিবো।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন