চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: মানবতার টানে-পাশে আনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ‘বই বিনিময় উৎসব’। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে এই বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জেলা শাখা ওই বই উৎসবের আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বই বিনিময় উৎসব। সাবেক ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ আলী মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবী জাকিয়া সুলতানা রিমু, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জেলা শাখার সদস্য সচিব নাঈম রহমান, কার্যকরী সদস্য নাহিদ হাসান সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যে বইগুলো শিক্ষার্থীদের পড়া হয়েছে, সেই বইগুলো জমা দিয়ে অন্যান্য বই সংগ্রহ, বই প্রেমিদের নতুন বইয়ের চাহিদা পূরণ এবং বইয়ের অপচয় রোধে ওই বই উৎসবের আয়োজন করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। ২০১৮ সালে সংগঠনটি জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।