প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে অলিকুল শিরমনি হযরত মুছা শাহ্ (র:)’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

মোহাম্মদ  আতিকুল্লাহ চৌধুরী রাউজান: চট্টগ্রাম রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নস্থ হিঙ্গলা গ্রামের অলিয়ে কামেল হযরত মুছা শাহ (র:) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ২৫ মাঘ ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওরশ পরিচালনা কমিটির ব‍্যবস্থাপনায় দিনব্যাপী নানান কর্মসূচির মধ‍্য দিয়ে মাজার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। ওরশ শরীফ ও দরগাহ পরিচালনা কমিটির সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব‍্যাংকিং ও বীমা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর সুলতান আহমেদ ও ওরশ শরীফ ও দরগাহ পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুদ্দীন চৌধুরী সাবুর সার্বিক তত্ত্বাবধানে ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্যে ছিল মাজার গোসল, পবিত্র খতমে কোরআন, গরু-মহিষ জবেহ, মাজার জেয়ারত, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল। বিকেলে ওরশ শরীফের দায়িত্বপ্রাপ্ত শতাধিক স্বেচ্ছাসেবকদের ব‍্যাচ হস্তান্তর করেন অতিথিবৃন্দ ও ওরশ পরিচালনা কমিটি। পরিশেষে আখেরী মোনাজাতের পর ওরশ শরীফে আগত প্রায় ১৫ হাজার মানুষের মাঝে তবরুক বিতরণের মধ‍্যে দিয়ে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্তি হয়। আখেরী মোনাজাতে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তরুন রাজনীতিবিদ মানবিক তরুন ফারাজ করিম চৌধুরীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল‍্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন