প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ২০২৪ সম্পন্ন

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি- প্রতি বছরের ন্যায় এবারো চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৪ জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। (১০ ফেব্রুয়ারী) ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিদ আহমদ চৌধুরী ও সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইতিহাস ঐতিহ্য মুঘল আমলের রাজবাড়ী, সাগর (কমলা রানীর দিঘী) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষটন এলাকা পরিদর্শন করা হয়। বানিয়াচং বড় বাজারে মধ্যাহৃ ভোজ শেষে চুনারুঘাটের শানখলা ইউনিয়নের পানছড়ি হয়ে ভ্রমনের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন আজীবন সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক মোহাম্মদ আবদুল করিম, অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ,কোষাধ্যক্ষ মাস্টার ফজল মিয়া তরফদার, যুগ্ন সম্পাদক মোঃ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম তালুকদার রবিন, নির্বাহী সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, নির্বাহী সদস্য হুমায়ুন কবির চৌধুরী, নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ জসিম মিয়া প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন