প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

উল্লাপাড়া উপজেলায় প্রাথমিক সমিতি পূর্ণগঠন নিয়ে মতবিনিময় সভা

মোঃ নাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ পেশাগত সংগঠনের মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সবচেয়ে বৃহৎ সংগঠন। তারই ধারাবাহিকতায় একটি স্বচ্ছ ও জবাবদিহি মূলক উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে উল্লাপাড়া উপজেলার আওয়ামীলীগ উদ্ধ্যুষিত হিসেবে সুপরিচিত ৬ টি ইউনিয়ন- উধুনিয়া, বড়পাঙ্গাসি, মোহনপুর, দূর্গানগর, সলপ,পঞ্চক্রোশী ইউনিয়নের প্রায় ৩০০ শতাধিক শিক্ষকদের নিয়ে প্রাথমিক পর্যায়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার পরবর্তীতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মিটিং এ পরবর্তীতে পুরো উপজেলার সকল শিক্ষকদের নিয়ে আলোচনা জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন