মোঃ জাফর ইকবাল রানা স্টাফ রিপোর্টারঃ দৈনিক কলম যোদ্ধা গত ০৯/০২ /২৪ ইং রোজ শনিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমী স্কুলে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেছেন মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুল মোত্তালিব সরকার। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মোঃ আরজুল ইসলাম সবুজ ও সভাপতিত্ব করেন মোঃ আলহাজ্ব আনিসুর রহমান, অনুষ্ঠানটিতে বিদায়ী ছাত্র-ছাত্রী দের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জনাব, সাহারুল ইসলাম গভর্নিং বডি সদস্য অত্র প্রতিষ্ঠান। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে লুবা ও মোঃ সাব্বির ইসলাম সৈকত, এছাড়াও সার্বিক সহযোগিতা করেন শাহরিয়ার সোহাগ, শামীম রবিউল, ইব্রাহিম, নীরেন চন্দ্র মনজুরুল ইসলাম প্রমুখ পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সম্মাননা স্মারক প্রদান ও তবারকের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।