প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী মনোহরদী উপজেলায় প্রবাসী কল্যাণ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধিঃ  নরসিংদী জেলা মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দী গ্রামের প্রবাসীদের উদ্যোগে ২০২৪ সালে মোঃজামিল সরকারকে সভাপতি,ও মোঃইমরান সরকারকে সাধারণ সম্পাদক এবং মোঃসাকিবকে কোষাধ্যক্ষ করে আলোয়াকান্দী প্রবাসী কল্যাণ সংগঠনের যাত্রা শুরু করেছে সংগঠনটি।শুক্রবার(৯ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.)রাত ৯ ঘটিকায় আলোয়াকান্দী গ্রামের নায়েব আলী সরকারের বাড়িতে মোঃআনোয়ার হোসেন রানার সঞ্চালনায়,আলোয়াকান্দী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক,জনাব রুহুল আমিন সবুজ এর সভাপতিত্বে, আলোয়াকান্দী প্রবাসী কল্যাণ সংগঠনের কার্যালয় এর শুভ উদ্বোধন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বয়েজ ভি.ডি ২৪ এর সম্পাদক,জনাব কাজী শরীফুল ইসলাম শাকিল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলোয়াকান্দী গ্রামের বিশিষ্ট সমাজসেবক, জনাব আক্কাস আলী আক্কাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি অফিসের কম্পিউটার অপারেটর অহিদুজামান অহিদ ও বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক,গোলাম সারোয়ার সজিব,উক্ত আলোচনা সভায় বক্তারা,প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনকে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন