প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুরে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণ

শুভসাহা,বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে শনিবার(১০.০২.২০২৪ইং),সকাল ১১ঘটিকার সময় হাটুভাঙ্গায় মালিক সমিতি’র কার্যালয়ে,নির্মলবায়ু এবং সুস্বাস্থ্যের জন্য উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়ায় সম্প্রসারণ প্রকল্প’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এতে মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতিরসভাপতি মো:মঞ্জুরুল কাদের বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি’র সভাপতি,ফিরোজ হায়দার খান।এ অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী সমিতি’রযুগ্ম আহ্বায়ক হাজী মো:মোক্তার আলী সিদ্দিকীরসঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:মো:মাহবুবুর রহমান,(আইসিডিডিআরবি)।এছাড়াও ওই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপজেলার ইট প্রস্তুতকারী মালিক সমিতি’র

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণে মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ব্যাপক ভূমিকা পালন করবেন তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

শুভসাহা
বিশেষ প্রতিনিধি:

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন