প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

মোঃ আল-আমিন ইসলাম বার্তা সম্পাদকঃ রংপুরে আলোর সন্ধানের সমাজ উন্নয়নের সমাজতন্ত্রের উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের ভোগীবালা পাড়ায় আলোর সন্ধানের সমাজ উন্নয়ন সংস্থা নিজস্ব কার্যালয় অত্র এলাকার অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়েন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ আজহারুল ইসলাম দুলাল সহযোগী অধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বেগম রোকেয়া কলেজ রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর সন্ধানের সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও হারাগাত সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজদার রহমান নেতা, ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, ডাসের নির্বাহী পরিচালক মোঃ চাঁন মিয়া, ব্যাংকার মোঃ কামরুজ্জামান বক্সার বৃদ্ধাশ্রম এর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল করিম রেজা, বিশিষ্ট কবি লেখক ও সংগীতশিল্পী মোঃ সুফি জাহিদ হোসেন রংপুর, রংপুর মহানগরের মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা হোসেন পপি, হযরত আলী সহ অন্যান্য অতিথি প্রমুখ।উক্ত অনুষ্ঠানে বন্ধুত্ব করেন আলোর সন্ধানের সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগম

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন