প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চবি’র নেতৃত্বে হানিফ-ইব্রাহীম-মাহাদী

মুহাম্মদ নাছির উদ্দীন বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রনরত ভূজপুরস্থ শিক্ষার্থীদের সংগঠন ভূজপুর স্টুডেন্টস’ফোরাম চবি’র নতুন কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল(০৯,ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় চট্টগ্রাম শহরে ২নং গেইটস্থ দ্য ডাইনিং বেল রেস্টুরেন্টে ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কাউন্সিল:-২০২৩-২৪ খ্রি. সম্পন্ন হয়েছে। ফোরামের সভাপতি জাহেদ হাছানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ সানি মুন্নার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এভিপি জনাব মুহাম্মদ ইব্রাহিম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি বাকিলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সহকারি অধ্যাপক জনাব রাশেদুল ইসলাম, ফোরামের সবেক সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর অফিসার জনাব ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এর অফিসার ও ৪৩ তম বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্ট) সুপারিশপ্রাপ্ত জনাব রব্বানী বোরহান, সাবেক সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কানাইঘাট শাখার জুনিয়র অফিসার জনাব মুহাম্মদ মহিউদ্দিন, সাবেক সহসভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমা আক্তার রিমা, সাবেক সাধারণ সম্পাদক নেওয়াজ বাবু চৌধুরী, ফোরামের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত তুষার, সাবেক সাধারণ সম্পাদক মনজুর লিমন, ফোরামের সাবেক সহ-সভাপতি এবং নববাক চবি এর সাধারণ সম্পাদক জনাব আবু জাফর এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আরমান উদ্দিনসহ ফোরামের সবেক-বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের মাধ্যমে আহমেদ হানিফকে সভাপতি, ইব্রাহীম মাহমুদকে সাধারণ সম্পাদক এবং উসমান আল মাহাদীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন কাউন্সিল:২৩-২৪ এর নির্বাচন কমিশন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন