প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রামের রাজারহাটে স্টুডেন্টস ড্রিম ফুটবল টুর্নামেন্ট/২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

আজ ০৯-০২-২০২৪ রোজ- শুক্রবার বিকেল ৩.০০ঘটিকায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার শ্রেষঠ বিদ্যাপিঠ রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরসিসি স্টুডেন্টস ড্রিম ফুটবল টুর্নামেন্ট/২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, খেলাটি উদ্বোধন করেন- জনাব আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে জনাব আব্দুস ছালাম চেয়ারম্যান, চাকির পশার ইউনিয়ন পরিষদ, জনাব অজয় কুমার সরকার, সভাপতি আওয়ামীযুবলীগ চাকির পশার ইউনিয়ন, জনাব নাজমুল হুদা সভাপতি, মটর শ্রমীক ইউনিয়ন রাজারহাট, জনাব আব্দুর রফিক, সভাপতি রাজারহাট মডেল প্রেসক্লাব, জনাব রুহুল আমীন সহকারী প্রধান শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ রফিকুল ইসলাম ভেন্ডার সাধারন সম্পাদক, দলিল লেখক সমিতি রাজারহাট, জনাব রমেশ চন্দ্র রায় সহ-সভাপতি রাজারহাট মডেল প্রেসক্লাব, জনাব মোঃ ইয়াছিন আলী প্রোঃ ছাবিনা ডেকোরেটর রাজারহাট, জনাব ফারজানা ইয়াছমিন, সহকারী পরিচালক রাজারহাট কম্পিউটার সেন্টার। উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল করিম রেজা, পরিচালক রাজারহাট কম্পিউটার সেন্টার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন