প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হরিপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি ঘোষনা

মোঃ বরকতুল্লাহ,হরিপুর, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়ন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ১ বছরের জন্য ঘোষণা করা হয়েছে ৷

গতকাল ৯ (ফেব্রুয়ারি ) হরিপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি আল- আমিন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন স্বাক্ষরিত প্যাডে শাহিন সরকার কে সভাপতি ও বিপ্লব হাসান কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সহ- সভাপতি রাসেল হক, সহ- সভাপতি দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমরার আলী, সোহাগ আলী।
সাংগঠনিক সম্পাদক নাহিদ।
সহ- সাংগঠনিক সম্পাদক মিলন বাবু, সদস্য রবিউল ইসলাম,তুহিন সরকার, মোসারফ হোসেন,আসরাফুল ইসলাম ( নবেল), তুহিন ইসলাম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন