প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভালুকায় বঙ্গবন্ধু পরিষদের সভা অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদের ভালুকা পৌর শাখার কার্য্য নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়, বঙ্গবন্ধু পরিষদের পৌর শাখার সভাপতি হাজী আতাউর রহমান মুন্সীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, যুবলীগের সহ সভাপতি ও ভালুকা উপজেলা পরিষদের চেয়াম্যান প্রার্থী কামরুজ্জামান পিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার , বঙ্গবন্ধু পরিষদ ভালুকা শাখার সভাপতি মামুন শাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু, পৌর শাখার সাধারন সম্পাদক মিন্টু মোল্লা সহ আরো অনেকে । সভায় বক্তারা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন । পরে পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন