প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ভাঙ্গুড়ায় মৃত্যুর ৪ বছর পর আদালতের আদেশে কবর থেকে মরদেহ হাড়-গোড় উত্তোলন

মোঃ আব্দুল আজিজ: পাবনার ভাঙ্গুড়ায় কথিত অস্বাভাবিক মৃত্যুর প্রায় চার বছর পর আদালতের আদেশে ময়না খাতুন (৪৫)নামের এক নারীর মরদেহের হাড়-গোড় (কাংকাল)কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। ওই নারীর নিহতের ৮মাস পর স্বামী আয়নাল হক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারী)সন্ধ্যায় হত্যা মামলার প্রেক্ষিতে ঘটনার প্রায় ৪বছর পর উপজেলার প্রত্যান্ত অঞ্চল খানমরিচ ইউপি’র সুলতানপুর কবরস্থান(সাত গ্রামের কবরস্থান) থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থানীয় পুলিশ ডোমের সহায়তায় ওই চল্লিশ উর্ধনারীর মরদেহের হাড়-গোড় (কংকাল) উদ্ধার করেছে। ঘটনার তৎকালীন সময়ে এজাহার ও স্থানীয়রা জানান,গত ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি উপজেলার প্রত্যান্ত খানমরিচ ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের অধিবাসী বর্তমান নিহত স্বামী আয়নাল হকের স্ত্রী ময়না খাতুন( ৪৫)-এর মরদেহ পার্শ্ববর্তী ঘোষ বেলাই গ্রামের রাস্তার হাঁসের খামারের পার্শ্বে বিলের মধ্যে পড়ে থাকতে দেখে এলাকাবাসী নিহতের পরিবারকে খবর দেয়।নিহত গৃহবধুর স্বজনরা ওই সময়ে তার মৃত্যু স্বাভাবিক ভেবে স্থানীয় সুলতান পুর কবরস্থানে দাফন করেন। মৃত্যুর প্রায় ৮ মাস পরে নিহত গৃহবধুর মৃত্যুনিয়ে এলাকায় নানা জলপনা-কল্পনা হলে স্বামী আয়নাল হক পাশের ঘোষবেলাই গ্রামের হাঁসের খামারী বেল্লাল হোসেন ও আঃজলিল গংদের (যে হাঁসের খামের পার্শ্বে মৃতদহ পড়ে ছিল) তার বিরুদ্ধে পাবনা কগনাইজিং আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেল্লাল ও জলিলের হাঁসের খামার থেকে বৈদ্যুতিক তারে শর্ট লেগে মারা যান এটা হত্যা সামিল।।লাশের মরদেহের হাড়-গোড় উত্তোলনের সময় উপস্থিত গণমাধ্যম কর্মিদের নিহত গৃহবধুর মেঝ ছেলে মোঃ ওসিমুদ্দিন হক জানান, ঘটনাটি ধামাচাপা দিতে তার মাকে হত্যা করে মরদেহ বিলে ফেলে রাখা হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ভাঙ্গুড়া থানা পুলিশকে নির্দেশ দেয়। বর্তমানে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান তদন্ত করছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, আদালতের আদেশে মরদেহের হাড়-গোড় (কংকাল)গুলো কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা ফরেনসিভ বিভাগে পাঠানো হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন