প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিপ্লবী অগ্নিকন্যা কল্পনা দত্তের প্রয়াণ দিবস

উজ্জ্বল কুমার সরকারঃ আজ ৮ ফেব্রুয়ারি কল্পনা দত্ত (যোশি) এর প্রয়াণ দিবস।বৃটিশ বিরোধী আন্দোলনের সময়, চট্টগ্রাম বিদ্রোহে একটি উল্লেখযোগ্য নাম। বলা যেতে পারে প্রীতিলতা’র পাশাপাশি সমান ভাবেই উচ্চারিত। ১৯১৩ সালের ২৭ জুলাই চট্টগ্রামের বোয়ালখালী থানার শ্রীপুরে জন্ম নেয়া কল্পনা ছিলেন মাস্টার দা সূর্য সেন প্রতিস্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র অন্যতম সদস্য। কিশোরী বেলায়ই তিনি বেশ কজন বৃটিশ সিপাহিকে হ*ত্যা করেন। ১৯৩১ সালে তাকে এবং প্রীতিলতাকে চিটাগং ইউরোপীয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দেন মাস্টার দা সূর্য সেন। ঘটনার সাতদিন আগে সেখানে ছদ্মবেশে “র‍্যাকি” করতে যান কল্পনা দত্ত। সমীক্ষা শেষে বেরুনোর সময় তিনি ধরা পড়েন। প্রীতিলতার নেতৃত্বে ইউরোপীয়ান ক্লাবে আক্রমণ চালানো হয়। জেলে থেকেই কল্পনা জানতে পারেন প্রীতিলতার আত্মত্যাগের কথা। জামিনে বেরিয়েই তিনি আত্মগোপন করেন এবং বৃটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান। ১৯৩৩ সালে বৃটিশ পুলিশের এক সাঁড়াশি অভিযানে মাস্টার দা, কল্পনা দত্ত সহ তাদের বেশ ক’জন সহযোদ্ধা গ্রেফতার হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার প্রহসন মুলক বিচারে মাস্টার দা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারকে ফাঁ*সি দেয়া হয়। কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা বলে উল্লেখ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর ভুমিকার কথাও উল্লেখযোগ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আমন্ত্রনে এই বিপ্লবী বাংলাদেশেও এসেছিলেন। ১৯৯৫ সালের ৮ ফেব্রুয়ারি প্রয়াত হন কল্পনা দত্ত (যোশি)। শ্রদ্ধা এই মহান বিপ্লবী’র প্রতি। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন