প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পাথরঘাটা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ৮ ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাথরঘাটা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মোহাম্মদ জোয়াহের আলী, সভাপতি পাথরঘাটা দাখিল মাদ্রাসা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে উপস্থিত ছিলেন এনাম জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো:আজিজ রেজা, চেয়ারম্যান ১২ নং তরবপুর ইউনিয়ন পরিষদ। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খান, আই বি এল পাথরঘাটা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদুজ্জামান বাবুল,সহকারী যুব উন্নয়ন অফিসার, মির্জাপুর- টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন মোল্লা, মোঃ শরীফুর রহমান, মোঃ সাঈদ আনোয়ার, ইজ্জত আলী জনি, আবু তাহের আনসারী,পারভিন বেগম, আজিজুল ইসলাম বাচ্চু আবুল কাশেম, সুলতান নাসির উদ্দিন, অমূল্য সরকার, শামীম আল মামুন, সোহরাব হোসেন,আসাদুজ্জামান পলাশ, আনিসুর রহমান আনিস, রফিকুল ইসলাম ,ইদ্রিস মোল্লা রেফাজ উদ্দিন, সোহেল রানা, আবুল কালাম আজাদ, আলতাব মিয়া। উল্লেখ্য মাদ্রাসাটি বিগত বছরে টাঙ্গাইল জেলার মধ্যে ঈর্ষণীয় ফলাফল অর্জন করতে সক্ষম হয়। প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে নাড়ির টানে অনুষ্ঠানে যোগ দিতে পাথরঘাটা চলে আসেন। মাদ্রাসার পিছনে কবরস্থানে তার পিতা-মাতার কবর রয়েছে, তিনি সেখানে গিয়েও কবরবাসীদের জন্য বিশেষ ভাবে দোয়া করেন। এমন একটি সাবলীল, প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করাতে বিশেষ করে তিনি মাদ্রাসার শিক্ষকগণ, এলাকাবাসী ও সভাপতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন