প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জের ২৩ মেধাবী, ৪৩ তম বিসিএস শুধু গেজেটের অপেক্ষা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ অদ্য বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪) চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন মেধাবী সন্তান সুপারিশ পেয়েছেন। ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডার, এখন শুধু গেজেটের অপেক্ষা এই গেজেট পেলেই ইপিজেডের বিনিয়োগকারী ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে ইপিজেডে কর্মরত শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা হবে। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেও যে বিসিএস ক্যাডার হওয়া যায়, তার স্বাক্ষর রেখেছেন এইসব মেধাবীরা। তারা মনে করেন, সঠিক দিকনির্দেশনা আর নিজের ইচ্ছেশক্তি থাকলে ভালো কিছু করা যায়। সুপারিশপ্রাপ্ত ২৩ জনের মধ্যে ১৪ জন সাধারণ শিক্ষা, ৩ জন প্রশাসন, ৩ জন প্রাণিসম্পদ, ১ জন স্বাস্থ্য, ১ জন তথ্য ও ১ জন কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছেন। শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন- মোসা. আফসানা আখতার রেশমী, মো. আশিক ইকবাল, মো. ফরহাদ হোসেন, মার্শাল নূর, মো. মতিউর রহমান, মো. আব্দুল কাদির, মো. হালিম রেজা, মিঠুন শাকিল, শাহরিয়ার কামাল, উম্মে তামিমা দিশা, তৌহিদুল ইসলাম, আব্দুল কাদের জিলানী, মো. শাহাদুল ইসলাম ও পারভেজ আলী। প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন- মো. নাঈম আবদুল্লাহ, ইসমাত বিনতে ইউসুফ ও সামিউল আলম। প্রাণিসম্পদ ক্যাডারে সুপারিশ পেয়েছেন-বুল কালাম আজাদ, মো. শাহজাহান আলী ও মোসা. নাজনীন। এছাড়া তথ্য ক্যাডারে মাহমুদ শুভ, কৃষি ক্যাডারে রাজু চৌধুরী এবং স্বাস্থ্য ক্যাডারে জেসমিন শিরিন কাদরী সুপারিশ পেয়েছেন। এদিকে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী রাজু চৌধুরী ও মো. আবুল কালাম আজাদ ৪৩তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর এই দুজনকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন