প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সরলাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা

শংকর ঋষি শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলার সুনামধন্য সরলাল উচ্চ বিদ্যালয়ে এস এস সি শিক্ষার্থীদের বিদায়ী সম্বধর্না সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় বিদ্যালয়ের নিজ কার্যালয়ে প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মওদুদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি রনজিৎ কুমার বৈষ্ণব। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য হরকুমার বৈষ্ণব, কেশব বৈষ্ণব, রুপালি রানী বৈষ্ণব, সহকারী শিক্ষক রনধীর দাস,রনজিৎ চন্দ্র দাশ, অপু রঞ্জন দাস,সজল চন্দ্র দাস, মোহাম্মদ তাজুল ইসলাম, আবদুল মমিন,ও লক্ষী পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন এর প্রতিনিধি পি সি দাশ পীযুষ, দৈনিক মানবকন্ঠের শাল্লা প্রতিনিধি শান্ত কুমার তালুকদার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন