প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গৌরীগ্রামে একুশের বই উৎসব পালন

 রোকন বিশ্বাস-পাবনা প্রতিনিধিঃ আমি বাঙ্গালী,বাংলা ভাষা আমার অহংকার-এই প্রতিপাদ্যকে উজ্জীবিত করে গৌরীগ্রামে সম্পন্ন হয়েছে একুশের উৎসব।ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র গৌরীগ্রাম কর্তৃক আয়োজিত অনুষ্টানটির পৃষ্ঠপোষকতা করে একুশে চেতনা পরিষদ,যুক্তরাষ্ট্র ও গৌরীগ্রাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।উৎসব উদ্ধোধন করেন ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড.এম আব্দুল আলীম।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন,জোড়গাছা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,সাঁথিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল,সাঁথিয়া ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিঞ্চু,সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্ধোধনী বক্তৃতায় ড.এম আব্দুল আলীম বলেন,বাংলা ভাষার সঙ্গে বাঙ্গালির অস্তিত্বের প্রশ্ন জড়িত।যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে এ ভাষাকে টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মকে এ ভাষায় দক্ষ করে তুলতে হবে।বক্তারা বাংলা ভাষা,বাঙ্গালি সংস্কৃতিকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন।উল্লেখ্য ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয় ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়,হাজী জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ও গৌরীগ্রাম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে একুশের গান,কবিতা,হাতের লেখা,রচনা,বক্তৃতা,কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সমাপনী দিনে সকল শিক্ষার্থীর হাতে বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম পুস্তিকাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খাঁন,সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান উপস্থাপন করেন আব্দুল মান্নান,উদ্ধোধনী কবিতা পাঠ করেন আব্দুল হালিম বাচ্চু।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন