প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এর বিদায় অনুষ্ঠান

আব্দুস সামাদ পাটগ্রাম উপজেলা প্রতিনিধি: কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সিনিয়র শিক্ষক আলহাজ্ব এএইচএম আমীর আলী মৌলভী স্যার ও শ্রী বিশ্বনাথ রায় আশোয়ার,অফিস সহকারী মহোদয় এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থী ২০২৪ এর শুভকামনায় যোগদান। প্রধান অতিথি জনাব আলহাজ্ব মোঃ খায়রুল আলম, সভাপতি, কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি। বিশেষ অতিথি জনাব মোঃ আবদুল ওহাব প্রধান, প্রতিষ্ঠাতা সদস্য, কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি জনাব মোঃ সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয়। সভাপতি জনাব মোঃ আব্দুল মোত্তালেব, প্রধান শিক্ষক কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন