প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান-মাধবী খানম

ভালুকা উপজেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মাধবী খানম।বুধবার (৭ ফেব্রুয়ারি ২০২৪) তারিখে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ময়মনসিংহ বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন আওয়ামী লীগ এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একজন ক্ষুদ্র ত্যাগী কর্মী হিসাবে রাজনৈতিক মাঠে টিকে রয়েছি। আমাদের পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ত্যাগের রাজনৈতিক ভাবে বেড়ে উঠা আমাদের জীবন। তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি নগন্য কর্মী হিসাবে অংশীদার হতে সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহ করেছি। ত্যাগের মূল্যায়ন হলে তিনি আশাবাদী। সবার কাছে দোয়া কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন