প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে মোবাইল মিল্কিং মেশিন ও সাইলেজ নির্মাণের উপকরণ বিতরণ

 মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী: রাউজান চট্টগ্রাম রাউজান উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও প্রানী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারিদের মাঝে মোবাইল মিল্কিং মেশিন, সাইলেজ নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার অংগ‍্যজাই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম জেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ক্রীড়াবিধ সুমন দে। এল এসপি জাহেদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসু। উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার ফারজানা শিকদার, মোক্তারুজ্জামান, রুবেল মহাজন, সুনন্দা চাকমা, উপ সহকারি কর্মকর্তা হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, টুইঙ্কেল সুত্রধর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন