প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী: রাউজান চট্টগ্রাম রাউজান রামগতিধর রামধনধর ও আব্দুল বারি চৌধুরী মডেল হাই স্কুলের আয়োজনে বিদ‍্যালয়কে মডেল প্রকল্পভুক্তকরণ পরবর্তী সরকারি করণ এবং খেলার মাঠে দৃষ্টিনন্দন গ‍্যালারী নির্মাণসহ বিদ‍্যালয়ের সার্বিক উন্নয়নে অনন‍্য অবদানের জন‍্য কৃতজ্ঞতার স্মারক স্বরুপ এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়কে সংবর্ধনা ও বিদ‍্যায়য়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বিদ‍্যালয় ক‍্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ‍্যজাই মারমার সভাপতিত্বে ও বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুমন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, কাউন্সিলর সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি। স্বাগত বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, মাওলানা জসিম উদ্দিন, শওকত আরা জেসমিন, মোশারফ হোসেন চৌধুরী, সুচরিত চৌধুরী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন