প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সম্পাদকের পক্ষ থেকে জন্ম দিনের শুভেচ্ছা রইলো সাদিয়া আফরোজ সিমার জন্য

নিজস্ব প্রতিবেদন: শুভ শুভ শুভ দিন সাদিয়া আফরোজ সিমা এর শুভ জন্মদিন। পেছনে ফেলে দাও সব দুঃখ, ঝেড়ে নাও সকল অভিমানের বোঝা, আপনার জন্মদিনের রইল আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা। আজ দৈনিক কলম যোদ্ধা পত্রিকার নিজস্ব রিপোর্টার আমার প্রিয় ভাই সাংবাদিক আব্দুস সামাদ এর মেয়ের  শুভ জন্মদিন। হাটি হাটি পা পা করে ৭ টি বছর পেরিয়ে ৮ বছরে পা রাখায় দৈনিক কলম যোদ্ধা পত্রিকার ও আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা।কিছু সম্পর্ক, কিছু মানুষ রক্তের বন্ধন না থাকলে তারা আমাদের আত্মার বন্ধু বা আত্মীয় তেমনি একজন মামনী সাদিয়া আফরোজ সিমা। আমার কাছে তুমি একজন ভালো বন্ধু। আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ আজকের দিনটায় তুমি জন্মে ছিলে।  সেজন্য আবারো আপনাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে পাওয়া না পাওয়ার হিসাবটা না হয় রেখে দিও নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও। শুভ জন্মদিন। শুভ হোক আগামীর পথচলা।০৮/২/২০১৬ইং ২৫ মাঘ১৪২২ বাংলা রোজ সোমবার সময় সকাল ৭/১০মিনিট পিতা আব্দুস সামাদ মাতা মোছাঃ রুনা আক্তার। শুভেচ্ছান্তে মো: আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম এম.এ সম্পাদক দৈনিক কলম যোদ্ধা পত্রিকা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন