প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া বাজারে বিস্কুট ফ্যাক্টরিতে আগুন

আলিম আল রাজী: (পাবনা) ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া বাজারে বিস্কুট ফ্যাক্টরিতে আগুন। আগুনে ফ্যাক্টরির সকল কিছু পুড়ে যায়।ফায়ার সার্ভিস ও এলাকার জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা যায় আনুমানিক রাত ২ টার দিকে আগুন লাগার কথা। ফ্যাক্টরির ঠিক পাশে রাত ১ টা পর্যন্ত ইসলামী জলচ্ছা শুনে মানুষ ঘুমিয়ে পরে।এবং রাত ২ টার দিকে আগুন ধরার কথা জানাযায়।ফ্যাক্টরির মালিক মো:আবজাল পিতা মৃত: আব্দুল হামিদ বলেন বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে সে এই ফ্যাক্টরি বানিয়ে ছিলো এখন তার সব শেষ। সে বলেন আমি লোন শোধ করবো কিভাবে।কান্নায় ভেঙে পরেন সে। সেই সাথে সরকারের সহায়তা চান তিনি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন