প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানিকছড়ি থানায় গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।

এরই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিকনির্দেশনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকছড়ি থানার একটি চৌকস টিম।

অভিযান পরিচালনা কালে মানিকছড়ি সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জামতলা এলাকার “কারিমিয়া দারুত্ তাকওয়া আল ইসলামিয়া মাদরাসার” সামনে খাগড়াছড়ি – চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপরে অবস্থানকালে মোঃ জয়নাল আবেদিন (৫৫), পিতা- মৃত আনু মিয়া, সাং- হলুদিয়া, ০৭নং ওয়ার্ড, চিকনছড়া ইউপি, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম, ও মোঃ কামাল (৪৫), পিতা- মৃত তরব আলী, সাং- গভামারা, ০১নং ওয়ার্ড, মানিকছড়ি সদর ইউপি, থানা- মানিকছড়ি, জেলা-খাগড়াছড়িদেরকে আটক পূর্বক তল্লাশী করে তাদের হেফাজতে থাকা ১.৫ কেজি (এক কেজি পাঁচশত গ্রাম) অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করে এবং আসামীদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল উদ্দিন বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন এবং গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন