প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলী চাকলা গ্রামবাসীর উদ্যোগে রানু’ র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা

বগুড়া জেলা প্রতিনিধিঃ গতকাল ৭ ফেব্রয়ারী বুধবার বগুড়া গাবতলীর নারুয়ামালা ইউনিয়ন অন্তর্গত চাকলা গ্রামবাসীর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) নন কমিশন আফিসার আতাউর রহমান রানু’র পক্ষে আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা স্থানীয় চাকলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন,আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রানু।গ্রামবাসীর পক্ষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটু মন্ডল,দুলু মন্ডল,আছল্দ আলী,আজাহার আলী,আফতাব হোসেন,জাহাঙ্গীর আলম,মিনাজুল ইসলাম,জুয়েল রানা,মালু মিয়া,আজিজার রহমান,হবিবর রহমান,জাহাঙ্গীর আলম,মাকসুদা আক্তার শিরিন প্রমুখ।উক্ত নির্বাচনী আলোচনা সভায় অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন