প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সত্যনিষ্ঠা নিউজ তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখে নিরাপদ নিউজঃ হাবিবুর রহমান (এস.পি, হাইওয়ে)

বগুড়া জেলা প্রতিনিধিঃ সত্যনিষ্ঠা ও বাস্তব ভিত্তিক নিউজ তুলে ধরতে সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখে নিরাপদ নিউজ।

আজ নিরাপদ নিউজ ডট কমের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বগুড়া জেলা এডিশোনাল এসপি সুমন রঞ্জন সরকার, হাইওয়ে সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হামশী, win এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জাকিউল ইসলাম তপু খান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি লটাঃ মোস্তাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং নিরাপদ news.com এর sub editor মোঃ রাকিবুল ইসলাম সোহাগ।

আলোচনা সভার শেষে দুস্ত-অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন