প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বগুড়াতে এসিআই সীডের হাইব্রিড টমেটো স্কার্লেট এর প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ 

বগুড়াতে এসিআই সীডের হাইব্রিড টমেটো স্কার্লেট এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদর উপজেলার মহিশবাতান পিডিএস স্টেশনে সবজি ফসলের জাত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এসিআই সীডের এরিয়া সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় এবং প্রধান অতিথি হিসেবে এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার সম্মানিত
৭ জন ডিলার, ৭ জন রিটাইলার, ৬ জন কৃষক ও ৬ জন নার্সারি মালিকসহ এসিআইসীডের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ।

স্কার্লেট টোমেটো জাতটি এসিআই সীড, কোরিয়ার বিখ্যাত নং ও বায়ো কোম্পানি থেকে আমদানি করে বাজারজাত করছে। জাতটি রোপণের ৬০-৬৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। জাতটি আগাম, গোলাকার, টকটকে লাল তাই বাজারে চাহীদা বেশি হবে বলে উপস্থিত ডিলাররা মনে করেন। ডিলাররা আরো বলেন জাতটি শক্ত তাই পরবিহন উপযোগী। আরতদারদের কাছে এই ধরণের জাতের কদর বেশি হয়ে থাকে। স্কার্লেট জাতটির ফলধরণ বেশি ও ফল শুরু থেকে শেষ পর্যন্ত একই আকৃতির হয় এবং ফলের ওজন ২৫০-২৭০ গ্রাম হয়ে থাকে তাই কৃষক বেশি লাভবান হবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

এসিআই সীডের প্রডাক্ট ম্যানেজার জনাব খায়রুল ইসলাম বলেন, “এসিআই সীডের উদ্দেশ্য দেশের কৃষকদের সম্পদশালী করে তোলা। তাই এসিআই সীড আধুনিক জাতের বীজ কৃষকদের মাঝে পৌছে দিচ্ছে। স্কার্লেট টমেটো হবে এই অঞ্চলের জন্যে একটি সম্ভাবনাময় জাত।” জাতটি স্থানীয় এসিআই সীডের পরিবেশকদের দোকানে পাওয়া যাবে।

ভালো ফলাফল পেতে এসিআই এর মাঠ কর্মকর্তা অথবা স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
কর্মকর্তার পরামর্শ নিতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন