প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গ্রীন অরণ্য পার্কে ফ্যামিলি নিয়ে ঘুরতে দম্পতির উপর হামলার জড়িত ৩ জন গ্রেফতার

খায়রুল বাশার ময়মনসিংহ: ময়মনসিংহ ভালুকা গ্রীন অরণ্য পার্কে ফ্যামিলি নিয়ে ঘুরতে দম্পতির উপর হামলার জড়িত ৩ জনকে গ্রেফতার করছে ভালুকা মডেল থানা পুলিশ। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর কঠোর নির্দেশে ভালুকা থানা সেকেন্ড অফিসার এস আই  আমিনুল ইসলাম  গ্রীন অরণ্য পার্কে এর মামলার তদন্তে করে, দম্পত্তির উপর হামলায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন  হলেন  মোঃ হাসান চৌধুরী (৩৮), পিতা- আসাদুল্লাহ চৌধুরী, মাতা- শাহানাজ চৌধুরী, বাড়ী নং- ১৯২, ০১ নং সার্কুলার রোড, মাষ্টার পাড়া, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা। মোঃ আতিয়ার রহমান (৩৮), পিতা- মৃতঃ তাজ উদ্দীন, মাতা- রূভানু বিবি, সাং- ইতাই, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর, মোঃ আবু নাঈম (৩০), পিতা- আকরাম হোসেন, মাতা- আসমা খাতুন, সাং- চর লক্ষীপুর, থানা- পাংশা- জেলা- রাজবাড়ী। সর্ব বর্তমান সাং- গ্রীন অরন্য পার্ক, সীড ষ্টোর, থানা- ভালুকা , জেলা- ময়মনসিংহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন