প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কারওয়ান বাজারে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর সংগ্রহ

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধি:

আ ৭ই ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
প্রহসনের নির্বাচন বাতিল এবং গণতন্ত্রের পক্ষে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর সংগ্রহ চলছে।
ডামি নির্বাচন বাতিল ও এই সরকারের পদত্যাগের দাবিতে গণসাক্ষার কার্যক্রম নাগরিক ঐক্যে পক্ষে চলছে ঢাকা কারওয়ান বাজারে।
উক্ত গণসাক্ষার কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদেের সংগ্রামী সভাপতি, মাহমুদুর হক মান্না।
আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য মঞ্চের নেতা বিপ্লবী ও ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য মঞ্চের নেতা বিপ্লবী শহিদুল্লাহ কায়ছার।
আরো উপস্থিত ছিলেন বার দল জোটের শীর্ষ স্থানীয় নেতা ও নাগরিক ঐক্য মঞ্চের নেতা ডাক্তার ফেডারেশনের সহ-সভাপতি রাশেদ ফোরাম সহ শীর্ষ স্থানীয় নেতাদের উপস্থিতি মাধ্যমে গণসাক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন