প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা: তাসলিমা

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: 

আনাম,প্রোগ্রাম ম্যানেজার ( প্রশাসন ও অর্থ), উপজেলা হেলথ কেয়ার(ইউএইচসি),স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা এবং জনাব ডা: নাছিমা আক্তার,সিভিল সার্জন,কুমিল্লা।
উক্ত পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন জনাব এবিএম এ বাহার,চেয়ারম্যান উপজেলা পরিষদ এবং সহ-সভাপতি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি।
আরো ছিলেন জনাব ডা: ফাতিমা আক্তার,এমওডিআরএস,কুমিল্লা।

পরিদর্শন টিমকে সর্বাত্বক সহায়তা করেন জনাব ডা: মো:গোলাম কিবরিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
আরো উপস্থিত ছিলেন জনাব ডা: মেজবাউল আলম (আবাসিক মেডিকেল অফিসার),জনাব ডা: মহসিন বিন সুলতান (এমওআইসিটি),জনাব ডা: আল রায়হান পাটোয়ারী ( এমওডিসি) প্রমূখ।
পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা ইউনিট এর কার্যক্রম সমূহ প্রত্যক্ষ করেন এবং দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
সবশেষে সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন