প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে পুরান ইট দিয়ে কালভার্ট সংস্কার

নিজস্ব প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের মৌয়ামারী গ্রামের কাঁসাইপাড়ার শুরুতেই নতুন কালভার্ট নির্মাণ করার কথা থাকলেও সেটি না করে পুর্বের দেওয়া কালভার্টের উপরের অংশ ভেঙ্গে নামে মাত্র সংস্কার করতেছেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জনি মেম্বার। কালভার্টের বরাদ্দ লক্ষাধিক টাকা যেটি উন্নয়ন সহায়তা তহবিল ২০২৩-২০২৪ থেকে প্রথম কিস্তি বরাদ্দ দেওয়া হয় জনি মেম্বার কে। আজকে ৬ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল দশটায় দিকে গোপন সূত্রে খবর পেয়ে সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহ করার জন্য গেলে যে দেখে পুরাতন কালভার্টের উপরের অংশ ভেঙ্গে কাজ করতেছে মিস্ত্রিরা এবং মিস্ত্রিদের জিজ্ঞেস করা হলে একজন রাজমিস্ত্রি বলে যে আমাদের যেভাবে বলছে সেভাবেই কাজ করতেছি। এখানে পুরাতন কালভার্ট থাকলে কি আার না থাকলে কি, আমাদের কাজ করা কথা আমরা কাজ করি। এ বিষয় নিয়ে জনি মেম্বারকে জিজ্ঞেস করা হলে জনি মেম্বার সদুত্তর দিতে পারেনি এবং উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল

ইসলাম মুঠোফোনে কল দিলে বলে যে কালভার্ট এভাবেই করার নিয়ম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন