প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

একুশ আসিল ঘরে

মো সোহাগ মোল্যা(মঈনুল)

রক্তে ভেজা একুশ এলো,বাঙালির ঘরে ঘরে
বাঙালির ভাষা কাড়তে গেছিলো, হানাদারের দলবলে।
ভাষা শহিদদের কাড়ছিল প্রাণ,রাজপথ রঞ্জিত করে।
বুকের রক্ত দিছিল ঢেলে,বাংলা ভাষাকে বাঁচাইতে
তাদের ত্যাগে গাইতেছে গান, বাঙালি প্রাণ খুলে।

বাংলা মায়ের মধুর ভাষা, বাঙালি গর্ব করে
এমন ইতিহাস আর পাবেনা, সারা পৃথিবী ঘুরে।
মাতৃভাষাকে বাঁচাইতে,প্রাণ দিছিল শত শত লোকে।
চির অমরের এইতো একুশে ফেব্রুয়ারি
একুশ আসলেই বাঙালি, ভাষা শহীদদের স্মরণ করি।

একুশ এলেই কাঁদে মা,কাঁদছে কতো বোন
রক্তলাল জামাটি ধরে, কাঁদছে কতক্ষণ।
মা-বোনেরা আর কেঁদোনা
আমরা তোমার লক্ষী ছেলে,ছোট্ট ভাইটি যে
থাকবো মোরা জগৎজুড়িয়া, বাংলায় ছড়িয়ে।

তাদের মতো করেই মোরা, বাঁচাইব বাংলা ভাষাকে।
মায়ের ভাষা কাড়িতে এসে,শত্রু করিলে গর্জন
মোরা তাঁদের করিবো নিস্তাব্ধ,
বাংলা আমার মায়ের ভাষা, অমর করে রাখিবো
একুশ আসিল ঘরে,তরুনেরা এ-ই শপথ করিল।

০১/০২/২০২৪
বয়রা,লোহাগড়া, নড়াইর

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন