প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী,বীরগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ 
মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার 3 নং শতগ্রাম ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান (মতি) এর উদ্দ্যেগে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পএর আয়াজন করা হয়। দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগীতায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় 275 জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, অত্র অঞ্চলের যে সকল দরিদ্র মানুষ অর্থের অভাবে চিকিৎসা গ্রহন করতে পারেনা তাদের জন্য আমার এই ব্যবস্থা। তিনি এর আগেও চারবার এ ধরনের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছিলেন, এটি তার পঞ্চম বারের মতো আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প। ভবিষ্যতেও তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের সেবা করে যাওয়ার কথা বলেন। চেয়ারম্যান মতিয়ার রহমানের এ ধরনের উদ্দ্যেগ চিকিৎসা গ্রহন করতে আসা উপকারভোগী ও জনসাধারণের মাঝে ব্যাপক প্রসংশিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন