প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: আজ সোমবার (০৫ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) নরসিংদী জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।উক্ত আলোচনা সভায় গ্রন্থাগার ও বই পড়ার ওপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি উনার মূল্যবান মতামত তুলে ধরেন এবং দিবসটিকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার স্বরূপ বই তুলে দেন।এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন মোস্তফা মনোয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নরসিংদী জেলা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন