প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাতক্ষীরায় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালেক স্মরণী উদ্বোধন

 আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক নামে সড়কের নামফলক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক সড়কের নামফলক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক-এঁর বড় পুত্র বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন। পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ, সুভাষ সরকার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সার ব্যবসায়ী মোঃ মনজুর হোসেন, পৌর সভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, পৌরসভার সংরক্ষিত নারী আসনের সদস্য নূরজাহান বেগম, মরহুম আব্দুস সালেকের স্ত্রী মিসেস সাজেদা বেগম, ছেলে মো. সাঈদ হোসেন, মো. সোহেল হোসেন বাবু, মেয়ে সাবিনা সুলতানা মুন্নীসহ পরিবারের সদস্যগণ। আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জেসমিন খাতুন, হিরা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, ইব্রাহিম খান বাবু, আব্দুর রহমান, খান রাজিব পারভেজ মণি, মুর্শিদ আলম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ফিরোজ আহমেদ। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক ১৯৫১ সালের ১০ মে দেবহাটা উপজেলার পারুলিয়ায় জন্ম গ্রহণ করেন। ১০ মে ১৯৭১ সাল থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে তিনি সাতক্ষীরা পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন