প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মানিক মিয়া রানা, সম্পাদক উজ্জ্বল হোসেন

এস এম আলমগীর চাঁদ,পাবনা জেলা প্রতিনিধিঃ

সাঁথিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মানিক মিয়া রানা এবং সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন নির্বাচিত হয়েছেন ।
৫ ফেব্রুয়ারি ( সোমবার ) প্রেসক্লাবের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।প্রেসক্লাবের ২২ জন সদস্যের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন । এদের মধ্যে ৪ টি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায নির্বাচিত হন । বাকী ১১ টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় । ভোটগ্রহণ শেষে ফলাফলে মানিক মিয়া রানা সভাপতি ও উজ্জ্বল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হন ।
উক্ত ভোটগ্রহণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরোযার হোসেন ।
তিনি জানান, শুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন