প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে এমপির পক্ষে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে চেয়ারম্যান ময়নার শীতবস্ত্র বিতরণ

Open photo
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের অসহায় গরীব আদিবাসী জনগোষ্ঠীর মাঝে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী মহোদয়ের পক্ষে শীতের কম্বল ও চাদর আর শুকনো খাবার প্রদান করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। আজ বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি। এসময় বাধাইড় ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক রবিউল ইসলাম ছাড়াও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কলমা ইউপির বিভিন্ন আদিবাসীপল্লীর অসহায় বয়োজ্যেষ্ঠদের মাঝে শীতের কম্বল ও চাদর বিতরণ করেন চেয়ারম্যান ময়না। স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, গত শনিবারে প্রায় ৩০০টি এবং রোববারে প্রায় ২৫০টি কম্বল শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। শীত নিবারনের এসব কম্বল পেয়ে বড়ই খুশি অসহায় আদিবাসীরা।#সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ৫ ফেব্রুয়ারী ২০২৪ ফোন : ০১৭৬১-৮৯৯১১৯

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন