প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

উত্তরে আবারও শৈত্যপ্রবাহ

আশিকুর রহমান প্রতিনিধি: দেশের উত্তর জনপদ কুড়িগ্রামে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অনুভূত হচ্ছে তীব্র শীত। কুড়িগ্রামে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অব্যাহত শৈত্যপ্রবাহের পর কুড়িগ্রাম জেলায় গত ৩১ জানুয়ারি থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। কিন্তু গতকাল শনিবার উত্তর-পশ্চিমের হিমেল বাতাস প্রবাহিত হতে শুরু করায় নেমে আসে তাপমাত্রা। বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের বেলা তীব্র রোদ দেখা দিলেও বিকাল থেকে পরের দিন দুপুর পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। অব্যাহত শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় কয়েক দিন মানুষ স্বস্তিতে থাকলেও আবার তীব্র শীতে বেড়েছে জনদুর্ভোগ। কুড়িগ্রাম আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন