প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নবীগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়সল গ্রেফতার

 স্বপন রবি দাশ,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জে নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল আহমেদ ছিদ্দেকী কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৫ ফেব্রুয়ারী) সোমবার ভোর রাতে রাসুলগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত না: শি:-৪৪/১৯,ধারা-না: শি: নি: দমন আইন ২০০০(সং/২০০৩) ১১(গ) এর ০৪ বছরের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী হলো, রাসুলগঞ্জ বাজারের মো: তাজুল ইসলাম এর পুত্র মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী(৩০) কে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এস আই রাজিব রহমান নেতৃত্বে এএস আই বদরুল হাসানসহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী কে গ্রেফতার করতে সক্ষম হয়। নারী ও শিশু নির্যাতন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন